বুধবার ২২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ নভেম্বর ২০২৪ ১১ : ৩৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায় আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করল। ধৃতের নাম সুজন পাসওয়ান। শনিবার ভোররাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। তৃণমূল নেতা খুনে গত বৃহস্পতিবার কাওসার আলি নামে এক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাকে জেরা করে ওই খুন সুজনের জড়িত থাকার কথা পুলিশ জানতে পারে। গত বুধবার সকালে ভাটপাড়ার ৪ নম্বর বাসস্ট্যান্ড চত্বরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা অশোক সাউ। তিনি ১২ নম্বর ওয়ার্ডের দলের প্রাক্তন সভাপতি। অশোকবাবু দোকানে তখন চা খাচ্ছিলেন।
দুষ্কৃতীরা অতর্কিত সেখানে হামলা চালায়। অশোকবাবুকে লক্ষ্য করে তারা পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীদের গুলি তাঁর পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি দোকানের মধ্যে লুটিয়ে পড়েন। তারপর দুষ্কৃতীরা বাসস্ট্যান্ড চত্বরে এলোপাথাড়ি বোমাবাজি করতে করতে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি অশোক বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজে ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সিট গঠন করে। সিটের দায়িত্বে রয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস।
সিটের আধিকারিকরা ঘটনার তদন্ত নেমে জানতে পারে, ২০২০ সালে ভাটপাড়ার পালঘাট রোডে আকাশ সাউ নামে এক সমাজবিরোধীকে পিটিয়ে মারা হয়। সে ছিল মাদক পাচারের চাঁই। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও রাহাজানি-সহ আরও বেশ কিছু অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা অশোক। অভিযোগ, দাদার খুনের বদলা নিতে নিহত আকাশের দাদা সুজল সাউ ২০২৩ সালে অশোককে একবার খুনের চেষ্টা করে। যদিও বরাত জোরে সেবার তিনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু সুজল অশোকের কিছু ছাড়েনি। বুধবার অশোক চায়ের দোকানে বসেছিলেন।
দুষ্কৃতীরা সেখানে গিয়ে তাঁকে গুলি করে খুন করে। নিহত অশোকের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় সুজল-সহ তিন জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত নেমে গত বৃহস্পতিবার পুলিশ কাউসার আলিকে গ্রেপ্তার করে। ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালত দশ দিন পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। কাউসারকে জেরা করে পুলিশ তৃণমূল নেতা খুনের ঘটনায় সুজন পাশোয়ানের জড়িত থাকার কথা জানতে পারে। শনিবার ভোররাতে টিটাগড়ের একটি গোপন ডেরা থেকে পুলিশ সুজনকে গ্রেফতার করেছে।
#Local news#West Bengal News#TMC
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ভরদুপুরে ব্যারাকপুরে শুটআউট, গুলিবিদ্ধ যুবক ...
বাড়িতে ডেকে এনে জোর করে কিশোরীকে বিয়ে প্রৌঢ়ের, পুলিশ আসার আগেই বেপাত্তা ...
আবাস যোজনার সুবিধা পাইয়ে দিতে কাটমানি চাওয়ার অভিযোগ, মমতার হুঁশিয়ারির পর মুর্শিদাবাদে থানায় অভিযোগ দায়ের...
১০০ ঘণ্টা বন্ধ বালি ব্রিজ, বাতিল ২২ জোড়া লোকাল ট্রেন ও একাধিক এক্সপ্রেস ...
৮৭ বছর আগে সভা করেছিলেন, মুর্শিদাবাদের পাঁচথুপিবাসীর হৃদয়ে নেতাজির স্মৃতি আজও অমলিন...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...
বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...
রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...
অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...
পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...
১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...